
|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||
চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২ টার সময় উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাতগড়িয়া পাড়ায় এই ঘটনা ঘটে। এ সময় বসতঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছি, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিত তারা, ঐ বিরোধের জের ধরেই মূলত প্রতিশোধ প্রবণ হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগী প্রবাসী পরিবার।
স্থানীয় কয়েজন প্রতিবেদককে জানায়, উভয় পরিবারের মাঝে জায়গা এবং চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছে এটা সত্য, তবে আগুন কে দিয়েছে আমরা জানি না, হঠাৎ রাত আনুমানিক ২ টার সময় মানুষের হৈচৈ শুনে আমরা এগিয়ে যাই, আগুন নিভানোর চেষ্টা করি, মুহুর্তেই বৃষ্টি নামায় আশপাশের ঘরগুলো বেঁচে যায়।
এই ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য সরেজমিনে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি, তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার বিষয়টি অধিকতর তদন্ত চলছে, জড়িতদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।