
|| নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এমপিওভুক্ত শিক্ষকদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন এন্ড রিসার্চ (সিএমইআর)। মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
সিএমইআর-এর পরিচালক মাওলানা নূরুল্লাহ ও চিফ কো-অর্ডিনেটর ইমরান মাহমুদ যুক্ত বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ন্যায্য দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা ও কালক্ষেপণের কারণে শিক্ষকরা বারবার রাস্তায় নামতে বাধ্য হয়েছেন—যা শিক্ষাব্যবস্থার জন্য কোনোভাবেই কল্যাণকর নয়।
তারা বলেন, বর্তমানে ইবতেদায়ী স্তরের শিক্ষক মাসে মাত্র ৯৩০০ টাকা ও মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষক ১২৫০০ টাকা পান, যেখানে বাড়িভাড়া ১০০০ ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা—যা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সিএমইআর মনে করে, শিক্ষকদের বাড়িভাড়া মূল বেতনের ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫% নির্ধারণ করা সময়ের দাবি ও তাদের মৌলিক অধিকার।
বিবৃতিতে তারা আরো জনান, রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, লাঠিপেটা ও জলকামান নিক্ষেপের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নাগরিক অধিকার হিসেবে শান্তিপূর্ণ আন্দোলন দমন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—
১. শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
২. হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
৩. এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, মাদ্রাসা) জাতীয়করণের প্রক্রিয়া শুরু করতে হবে।
সিএমইআর বিশ্বাস করে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে মানসম্মত শিক্ষক প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন সম্মানজনক বেতন কাঠামো। তাই শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং শিক্ষকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় আমরা সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ প্রত্যাশা করছি।
