বুধবার, জুলাই ২৩

পুলিশশূন্য রাজধানী, আজও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আক্রান্তের শিকার হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাহিনীটির উপর হামলাসহ জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক থানা কার্যালয়। বাহিনীটির সদস্যদের মনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাজধানী এখন পুলিশশূন্য হয়ে পড়েছে। এরকম উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে। তবে গতকালের মতো আজও ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে রয়েছে শিক্ষার্থীরা।

রাজধানীর পল্টন, শাহাবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর ১০, শ্যামলী, আগারগাঁও, বিজয় স্মরণি, খামারবাড়ি, মহাখালী, বনানী বাড্ডা, নতুনবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *