
|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||
লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় একটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা তানভীর জিহান এবং পুটিবিলা ইউনিয়ন ছাত্রদলের অন্যতম সংগঠক শাহরিয়া চৌধুরী ইমন।

সভায় ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতাকর্মী, স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ছাত্রদল একটি আদর্শিক সংগঠন। সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে নেতৃত্ব বিকাশ, নতুন প্রজন্মকে সংগঠনে সম্পৃক্ত করা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।