
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ পিপলস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং অপর পক্ষে ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ শ্রমজীবী পার্টির সভাপতি মোঃ আবদুল কাদের জিলানী, বাংলাদেশ নতুনধারা জনতার পার্টির আহ্বায়ক মোঃ আবদুল আহাদ নূর, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. এ আর খান, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মজুমদার, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. নুরুল হুদা,
গণমুক্তি জোটের মহাসচিব মোঃ আকতার হোসেন। এছাড়াল গণমুক্তি জোটের মনোমহন বিশ্বাসসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় দেশের সার্বিক অবস্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।