রাজধানীর গাবতলীতে পিকআপের ধাক্কায় আমেনা বেগম (৪৫) নামের ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তার সহকর্মীরা।
সড়ক অবরোধের কারণে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী হয়ে কোনো যানবাহন ঢাকায় ঢুকতে পারেনি। গুরুত্বপূর্ণ ওই সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় যানজট ছাড়িয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।
ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে গাবতলী বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে গাবতলী-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির একটি পিক-আপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সিটি করপোরেশনের শত শত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার উভয় পাশে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ জট।
পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ঝুঁকিভাতাসহ তাদের দাবি-দাওয়া মেনে নিতে হবে। সেই ঘোষণা পাওয়ার আগে তারা অবরোধ চালিয়ে যাবেন।
পরে সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সকাল পৌনে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে দারুস সালাম জোনের এসি মফিজুর রহমান জানান, ঘাতক পিকআপটি (ঢাকা মেট্রো-চ-১১-৪৭৫৫) জব্দ করে চালক মো. নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।