
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে ভারতে পাচারকালে অবৈধ পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)।
রবিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তে বিজিবির নিয়মিত টহল চলাকালীন সময়ে গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আইউবুর রহমান’র নেতৃত্বে এ পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।