মঙ্গলবার, নভেম্বর ৪

পানছড়ি সীমান্তে অবৈধভাবে পাচারকালে দেশী পণ্য আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে অবৈধভাবে পাচারকালে দেশীয় কীটনাশক ও সাবান আটক করে ৩ বিজিবি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গিলাতলী বিজিবি বিওপি-র নিয়মিত টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার সংলগ্ন এলাকায় ভারতে পাচারের জন্য লুকিয়ে রাখা কীটনাশক, বিস্কিট ও সাবান হাবিলদার শ্রী বিধান-এর নেতৃত্বে আটক করা হয়।

উদ্ধারকৃত বাংলাদেশী কীটনাশক সিস্টেম প্লাস ১৬০ লিটার, পারলি জি বিস্কুট ৬০ প্যাকেট, নিমা সাবান ৬৩ টি।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত রক্ষায় ও অবৈধ চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র নিয়মিত টহল চলমান অব্যাহত আছে। পার্বত্য এলাকায় সীমান্ত রক্ষায়, সম্প্রীতি ও উন্নয়নে নিরলসভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *