শনিবার, আগস্ট ২৩

পানছড়ির বৃহত্তর টিএন্ডটি টিলায় বৈসাবী উৎসব উদযাপন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈসাবি। পুরনো বছরের গ্লানি, ক্লান্তি ও দুঃখ বিদায় জানিয়ে নতুন সময়ের, নতুন বছরের শুভেচ্ছা ও আনন্দের সাথে বৈসাবি পালন করেছে পানছড়ি উপজেলার বৃহত্তর টিএন্ডটি টিলার বসবাসকারীরা। চারদিনের অনুষ্ঠান মালায় এক অপার সৌন্দর্য আর সাংস্কৃতিক আবেগে ভরপুর হয়ে শেষ হলো বাহ্যিক বৈসাবি কর্মসুচি।

বৃহত্তর টিএন্ডটি টিলার বৈসাবি উদযাপন কমিটির আহবায়ক দেব মিত্র ত্রিপুরা জানান, বৈসু, সাংগ্রাই, বিজু বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সোহার্দ্য। তাই আমরা বৃহত্তর টিএন্ডটি টিলাবাসী প্রতি বছরের ন্যায় এ বছরও বৈসাবি উদযাপন উপলক্ষে শিশু কিশোর, যুবক যুবতী ও নারী পুরুষদের জন্য বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি।

চারদিনের অনুষ্ঠান মালার শেষ দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসাবে পানছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সমির দত্ত চাকমা,পানছড়ি বাজার উচ্চ বিদালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার, পুজগাংমুখ উচ্চ বিদালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, অরসর প্রাপ্ত শিক্ষক যুগান্তর চাকমা, স্থানীয় কার্বারী রুপন ত্রিপুরা, শিক্ষক যুদ্ধ চন্দ্র চাকমা, কিরীটি জীবন চাকমা, বিজয় চন্দ্র চাকমা প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে রাতভর স্থানীয় ও দেশের স্বনামধণ্য শিল্পীরা মনোমুগ্ধকর গান ও নাচ পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *