বৃহস্পতিবার, অক্টোবর ৯

পানছড়িতে শারদীয় দুর্গোৎসব : লোগাং বিজিবি জোনের মতবিনিময় ও অনুদান প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে লোগাং জোন ৩ বিজিবি’র ব্যবস্থাপনায় পানছড়ির পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে জোন সদরে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে।   

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর সভাপতিত্বে পানছড়ির ১০টি পূজা মন্ডপের পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য সমস্যা সম্পর্কে আলোচনা করেন।

এ সময় উপস্থিত প্রতিনিধিগণ পাহাড়ের দুর্গম এলাকায় পূজা উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব বলে তুলে ধরেন। এছাড়া স্থানীয় বিভিন্ন বিষয়াদি ও সমস্যা উপস্থাপন করেন।    

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, দূর্গা পূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩ বিজিবি বদ্ধপরিকর। পূজা মন্ডপসমূহে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারীসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি’র পক্ষ হতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনাকাঙ্খিত কোনো ঘটনা রুখতে বিজিবি টহল ও ড্রোন ক্যামেরা চলমান থাকবে। এছাড়াও পাহাড়ের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধন টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান। এ সময় জোন অধিনায়ক ১০টি পূজা মন্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

দুপুরে তিনি দুর্গম বৈশাখ কুমার পাড়ায় মন্দিরের ছাউনির জন্য ঢেউটিন প্রদান করে এবং সবাইকে শারদীয় দূর্গা পূজার অগ্রীম শুভেচ্ছা এবং নির্বিঘ্নে ও নির্ভয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসন্ন পূজা উদযাপন করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *