বৃহস্পতিবার, অক্টোবর ১৬

পানছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

“হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে বর্নাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

এসময় বক্তারা হাত ধোয়ার প্রয়োজনীয়তা, উপকারিতা ও গুরুত্ব নিয়ে আলোচনায় বলেন, অবচেতনভাবে আমরা হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করি, যা জীবাণু সংক্রমণের অন্যতম মাধ্যম। তাই খাবারের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন কাজ শেষে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরী। রোগ প্রতিরোধে সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাত ধোয়া। সমাজের প্রতিটি স্তরে সাবান দিয়ে হাত ধোয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে, যাতে শিশুসহ সকল বয়সী মানুষ সচেতন হয়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে হাইজিন উপকরণ বিতরণ করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাফর উল্লাহ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গনি, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মাহিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *