শনিবার, মে ১০

পানছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলা নিহত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে “মোসাম্মৎ শামসুন্নাহার” নামে এক মহিলা নিহত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বারটায় উপজেলার লোগাং ইউনিয়নের মোঃ শফিউল্লাহ’র স্ত্রী মোসাম্মৎ শামসুন্নাহার নিজ বাড়িতে পানির পাম্প মটরের সুইস অন করে, মটর না চলায় মটরের তার ধরে নাড়া দিলে তারের জোড়া ছুটে বিদ্যুৎপৃষ্ট হন। পরক্ষণে তার পরিবারের লোকজন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার শ্যামল মিত্র তাকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যু সনদ নিয়ে পরিবারের লোকজন লাশ বাড়ি নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *