শনিবার, এপ্রিল ১৯

পানছড়িতে বিজিবি কর্তৃক বৈসাবি উৎসব পরিদর্শন ও উপহার সামগ্রী প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’র জোন কমান্ডার পাহাড়িদের প্রধান উৎসব বৈসাবি পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের পর ব্যাটালিয়নের সনখোলা কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকা সনখোলা পাড় যুব সমাজ কর্তৃক আয়োজিত বিঝু রংঢং পরিদর্শন করেন এবং উপহার হিসেবে নগদ অর্থ সহ ফুলের ঝুড়ি, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী,পানির পট প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি।

এসময় তিনি পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। বৈসাবি উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নিমিত্তে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *