সোমবার, আগস্ট ২৫

পানছড়িতে বিজিবির নগদ অর্থসহ বিভিন্ন সহয়তা প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কতৃক গরীব ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদানসহ বিভিন্ন সহয়তা প্রদান করেন।

বৃহস্পতিবার (৮ মে) সকাল নয়টায় পানছড়ি ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া’র উপস্থিতিতে নয়টি পরিবারের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, টিউবওয়েল, সোলার প্যানেলের, প্লাষ্টিকের চেয়ার, শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ প্রদান করেন।

এসময় জোন কমান্ডার, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

অন্যান্যদের মাঝে, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাঈমুল মুশফিক নাঈম, এএমসি, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলিসহ পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের অফিসারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *