
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমানগর আনসার ক্যাম্প এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারি’র গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনা করে নায়েক সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।
