
|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||
খাগড়াছড়ির পানছড়িতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও অসহায়দের মাঝে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ( ২৯ মার্চ) বিকাল তিনটায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে জেলাপরিষদের সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ প্রফেসর মোঃ আব্দুল লতিফ’র উপস্থিতিতে ৩০ জন মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও ৬ টি এতিমখানায় নগদ অর্থ ও ২১০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আলেম-ওলামাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।