
|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||
খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ( ২১ মার্চ) বিকাল পাঁচটা থেকে পানছড়ি সিনিয়র মাদ্রাসা মাঠে দলটির উপজেলা আমির মোঃ জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন এবং বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।

এসময় বক্তারা সমাজের সকল অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, নিপীড়ন ফ্যাসিবাদ, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং সুন্দর দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।
বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর আক্রমণ ও ভারতে মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাহাড়ি বাঙালী সম্প্রীতি বজায় রেখে বসবাস, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।
এসময় পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ জামায়াতে ইসলামীর ২ হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।