
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-এর অর্থায়নে ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহায়তায় পানছড়িতে খামারিদের মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পানছড়ি উপজেলা অডিটরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ৩৭ জন কৃষি সম্পৃক্ত প্রশিক্ষণার্থী নিয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের পরিচালক ড. আক্কাস আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকরা যাতে দ্রুত তথ্য সংগ্রহ করে তার খামারের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারে তাই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।
এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক, বিএআরসি-র সহকারী প্রোগ্রামার নুরে আলম উজ্জল প্রশিক্ষনার্থীদের “খামারি অ্যাপ” চালু করে তার মাধ্যমে মাটির গুণগত মান, মাটিতে কখন কোন বীজ বপন করলে ফলন ভালো হবে এবং কী পরিমাণ সার দিতে হবে, আবহাওয়া সম্পর্কেও ধারণা, জমিতে কি পরিমাণ নাইট্রোজেন, অক্সিজেন ও পানির পরিমাণ আছে সেসব সম্পর্কে কিভাবে অ্যাপের মাধ্যমে জানা যাবে, সে ধারণা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আ্যাপ জোনিং প্রকল্পের কনসালটেন্ট মোঃ রিয়াজুল উল হক, পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা ইব্রাহিম খলিল, উপ সহকারী কৃষি কর্মকর্তাগন সহ কৃষক প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
