
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়িতে BERCR এর আয়োজনে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে বারোটায় র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষ তনয়া চাকমা’র (UCRF) সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

সভায় প্রকৃতির সাথে সামঞ্জস্য ও টেকসই উন্নয়ন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায়ের স্থিতি স্থাপকতার জন্য নদী বৈচিত্র্য বাস্তুতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আলোচনা করা হয়।
অন্যান্যদের মাঝে, থানা সাব ইন্সপেক্টর সদানন্দ বৈদ্য, উপজেলা জামায়েতে ইসলামী’র মোঃ জাকির হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, মনিটরিং অফিসার (CORLIA) তপন ত্রিপুরা, রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, WCRC’র সভাপতি মিনাক্ষী চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।