
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
“অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন প্রকল্প- এর আয়োজনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাদেক আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
এই সময় বক্তারা বলেন, সমাজে নারী ও মেয়ে শিশুদের প্রতি অগ্রাধিকার দিতে হবে, তাদের শিক্ষার প্রতি মনোযোগী করে গড়ে তুলতে হবে এবং বাবা-মাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার প্রসারে সবাইকে একসাথে কাজ করতে হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে কন্যা শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব বৃদ্ধি পাবে এবং সমাজে নারীর অধিকার ও মর্যাদা আরও সুসংহত হবে।
অনুষ্ঠান শেষে ফাতেমা নগর নিম্ম মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গনি, পানছড়ি থানা প্রতিনিধি এসআই সদানন্দ বৈদ্য, উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর (UEF) নিপা চাকমা এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকবৃন্দ।
