
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চন্দ্র কার্বারি পাড়া নামক গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর একটায় উপজেলার চন্দ্র কার্বারি পাড়া নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পূর্ণ চন্দ্র চাকমার ছেলে জগৎ মিত্র চাকমার পরিত্যাক্ত মাটির ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।