
|| খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মুনিপুর এলাকায় অপহরণ, এলাকা থেকে উচ্ছেদ ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ এর সমর্থকরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর দুইটায় উপজেলার মনিপুর এলাকায় ইউপিডিএফ পানছড়ি ইউনিট, গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি মুনিপুর এলাকায় শুরু হয়ে বড়কলক এলাকা ঘুরে আবারও মুনিপুরে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা, গণতান্ত্রিক যুবফোরাম খাগড়াছড়ি জেলা সহ-সাধারণ সম্পাদক পীংকু চাকমা ও পিসিপি পানছড়ি সভাপতি সুনীলময় চাকমা
এসময় বক্তারা বলেন, জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক গত ২ এপ্রিল দুধুকছড়া বাসিন্দা লক্ষি চাকমা ও ৩ এপ্রিল উত্তম কুমার চাকমাকে অপহরণ করা হয়। উত্তম কুমার চাকমা ইউপিডিএফের সহ সভাপতি নতুন কুমার চাকমার ছোট ভাই ও লক্ষি চাকমা ইউপিডিএফ সদস্যের পিতা। চুক্তির সময়ে জেএসএস পার্বত্য চট্টগ্রাম বুদ্ধিজীবিদের অপহরণ হত্যা করেছিল। জেএসএস নোংরা রাজনীতির চর্চা ফলে মানুষ মতপ্রকাশের স্বাধীনতা কথা বলতে পারে না।বর্তমানেও সচেতন মহলসহ সাধারণ মানুষকে অপহরণ করে নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া। জেএসএস এর কর্মকান্ড ফলে পানছড়ি এলাকায় জনগণ আতঙ্ক ও ভয়ভীতি পরিস্থিতিতে আছে বলে অভিযোগ তুলেন।
বক্তারা আরো বলেন, জেএসএস সন্তু সন্ত্রাসী কর্তৃক অপহরণ হওয়া দুই ব্যক্তি এখনও হদিস নেই।বক্তারা অপহরণ ব্যক্তিদের মুক্তি দাবী জানান।