
|| স্পোর্টস ডেস্ক ||
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে নাটকীয়তা যেন থামছেই না। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারত সফরে অস্বীকৃতি জানানোর পর এবার পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার দাবি, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, তবে টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে।
নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বাসিত আলী বলেন, “পাকিস্তান বিশ্বকাপে না খেললে সম্প্রচারকারীরা পথে বসবে। আইসিসি ও বিনিয়োগকারীদের জন্য পুরো টুর্নামেন্টই তখন বিশৃঙ্খলার মুখে পড়বে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিপুল দর্শক আর আয়ের উৎস। পাকিস্তান সরে গেলে ভারত কার সাথে খেলবে? অন্য কোনো দল কি সেই দর্শক ও উন্মাদনা ফিরিয়ে দিতে পারবে?”
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। নাকভির এই অবস্থানের প্রশংসা করে বাসিত আলী বলেন, “মহসিন নাকভি যা বলেছেন, তাতে পুরো ক্রিকেট বিশ্ব কেঁপে উঠেছে। এটি আইসিসির জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।”
তবে তিনি সরাসরি বয়কট না করার পরামর্শ দিয়ে বলেন, “আমাদের তো ভারতে খেলতে হচ্ছে না (ভেন্যু শ্রীলঙ্কা হওয়ায়)। কিন্তু সরকার যদি বাংলাদেশকে সমর্থন জানাতে কোনো কঠোর সিদ্ধান্ত নেয়, তবে দৃশ্যপট পাল্টে যেতে পারে।”
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করে, তবে আইসিসি বড় ধরনের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার কঠোর ইঙ্গিত দিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সব জল্পনা-কল্পনার মধ্যেই পাকিস্তান দল তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। তবে অবাক করার বিষয় হলো, ঘোষিত দলে জায়গা পাননি অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান ও পেসার হারিস রউফ। দল ঘোষণা করা হলেও পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা এখনো ঝুলে আছে দেশটির সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়।
