মঙ্গলবার, নভেম্বর ৪

পাঁচ কোটি শিশুর টিকাদান কর্মযজ্ঞে গণমাধ্যমের সহযোগিতা কামনা: খুলনায় কর্মশালা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) আয়োজনে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ বিষয়ে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক বিভাগীয় কর্মশালা সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন নিমকোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান। তিনি বলেন, দেশের প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান একটি বিশাল কর্মযজ্ঞ। এ কার্যক্রম সফল করতে টিকা গ্রহণের গুরুত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। জনমত গঠন ও সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, টিকা বিষয়ে অভিভাবকদের সচেতন করা এবং টিকাদান প্রক্রিয়ায় কোনো সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা যেতে পারে। ইলেকট্রনিক মিডিয়ার অনুষ্ঠান ও টকশোতেও জনগণকে সচেতন করার সুযোগ রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত বলেন, বাংলাদেশের ইপিআই কর্মসূচি দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী প্রশংসিত। টাইফয়েড টিকা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের মোকাবেলায় মূলধারার গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান ও ইউনিসেফের খুলনা চিফ মোঃ কাউসার হোসেন। স্বাগত বক্তব্য দেন নিমকোর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল ইউপিআই কনসালট্যান্ট ডা. তাপস কুমার হালদার।

কর্মশালায় তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রায় ৬০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *