শনিবার, আগস্ট ২৩

পহেলা বৈশাখ উদযাপনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আলপনা উৎসব ও মঙ্গল শোভাযাত্রা

|| নিজস্ব প্রতিবেদক ||

বছর ঘুরে আবারো এলো পহেলা বৈশাখ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআই ইউ) ক্লাবসমূহ এবং এলিট পেইন্ট যৌথভাবে বৃহৎ পরিসরে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে আয়োজন করে ‘বৈশাখ পার্বণে-১৪৩২’ শিরোনামে দুদিনব্যাপী উৎসব। গ্রামীণ সংস্কৃতি, চিরচেনা বাঙালিরূপে এই দিনটিকে উদযাপন করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাবসমূহের অংশগ্রহনে পালিত হয় বাংলা নববর্ষ বরণ। আর পুরো আয়োজনকে রাঙানোর কাজটি করছে দেশের প্রথম রং উৎপাদনকারী প্রতিষ্ঠান এলিট পেইন্ট।

প্রতি বছরের ন্যায় এবারো এই আয়োজনের মূল আকর্ষণ হচ্ছে আল্পনা উৎসব। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ থেকে শুরু করে নলেজ টাওয়ার ও স্বাধীনতা সম্মেলন কেন্দ্র পর্যন্ত ১৩ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত চলে আল্পনা উৎসব।

১৪ এপ্রিল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পায় তিনশতাধিক প্রতীকী বাঘ, ইলিশ, পেঁচা ছাড়াও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ, মুখোশ, বাঙালি সাজ-সজ্জার বর্তমান প্রেক্ষাপটে নানা অশুভ শক্তি দূর করার বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড। বর্ষবরণে এছাড়াও ছিল গানে গানে নববর্ষ বরণ, মেহেদি উৎসব, বৈশাখী মেলা, পুঁথিপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ আরো অনেক কিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *