রবিবার, জুলাই ২৭

পবিত্র কাবা ধোয়ার কার্যক্রম বৃহস্পতিবার

|| ধর্ম ডেস্ক ||

সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবা শরিফ পরিষ্কার ও ধোয়ার কার্যক্রম সম্পন্ন হবে বৃহস্পতিবার ১০ জুলাই। ১৪৪৭ হিজরির ১৫ মুহাররম তা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যা চাঁদ দেখার উপর ভিত্তি করে বৃহস্পতিবার, ১০ জুলাই বা শুক্রবার, হওয়ার সম্ভাবনা ছিল। তবে নির্দিষ্ট হিসাবে অনুষ্ঠানটি ১০ জুলাই বৃহস্পতিবারেই অনুষ্ঠিত হচ্ছে।

মুসলিম বিশ্বের সম্মানিত উলামা, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই ধর্মীয় অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিরা কাবা শরিফের ভেতরের দেয়ালগুলো জমজমের পানি, গোলাপ জল ও উৎকৃষ্ট উদের সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধুয়ে পরিস্কার করেন।

প্রথা অনুযায়ী, পবিত্র এই কাজ পরিচালিত হয় সৌদি বাদশাহ, দুই পবিত্র মসজিদের খাদেম বা তার মনোনীত কোনো প্রতিনিধির নেতৃত্বে। কাবা ধোয়া শুধু পরিচ্ছন্নতার আয়োজন নয়; বরং কাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে গণ্য হয়।

সীমিত সংখ্যক লোক সরাসরি কাবা ধোয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পান, কিন্তু অনুষ্ঠানের ছবি ও ভিডিও সারা বিশ্বের মুসলিমদের মাঝে এক অভিন্ন আবেগ সৃষ্টি করে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *