শুক্রবার, নভেম্বর ২২

পদত্যাগ করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌমিত্র শেখর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৌমিত্র শেখর পদত্যাগ করেছেন।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে পত্রযোগে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠান। ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে লাগাতার আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

বুধবার সকালে ভিসির পদত্যাগ সহ তিন দফা দাবি আদায় না হওয়ায় ভিসির বাসভবন, বাংলোসহ শিক্ষকদের ডরমিটরিতে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলনে আসেন শিক্ষক কর্মকর্তা, কর্মচারীরা।

৭ আগস্ট শুরু হওয়া আন্দোলনটি এক পর্যায়ে এসে দুটি ভাগে বিভক্ত হয় যার একটি অংশ ছাত্রদল পন্থী এবং অপর অংশটিতে বামসহ সাধারণ শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগ মাত্রই ছাত্রদলপন্থী শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু হলের সামনে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

অন‍্যদিকে বামসহ সাধারণ শিক্ষার্থীদের অংশের প্রতিনিধি, ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, আমাদের তিন দফা—ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারার, পরিবহন প্রশাসক, ডিপিডি হাফিজ ও জুবায়েরকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। সকল ধরনের দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং এর ব‍্যত‍্যয় ঘটলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করতে হবে। প্রশাসনের প্রহসন মূলক প্রজ্ঞাপন বাতিল করে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দায়িত্ব বন্টন না করা পযর্ন্ত আন্দোলন চলমান থাকবে। শিক্ষার্থীদের এ দাবি আদায় না হলে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *