শনিবার, ডিসেম্বর ১৩

পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা দায়িত্বশীলদের তা’লীম ও তারবিয়াত অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা দায়িত্বশীলদের নিয়ে “দ্বীন প্রতিষ্ঠার সুন্নাত পদ্ধতি” শীর্ষক তা’লীম ও তারবিয়াত ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ ডিসেম্বর) পঞ্চগড় জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার আমীর মাওলানা আব্দুল কাদের।

তা’লীম ও তারবিয়াত ক্যাম্পের আলোচক ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা শহীদুল হক।

বর্তমান সময়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সুন্নাত পদ্ধতি অনুসরণের গুরুত্বারোপ করে নেতৃবৃন্দ বলেন, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত মানুষের মন মতো বানানো পদ্ধতি-প্রক্রিয়ায় করলে তা ইবাদত হবে না। অবশ্যই তা আল্লাহ রাব্বুল আলামীনের বলা ও রাসূলুল্লাহ (সা:)-এর দেখানো পথ-পদ্ধতি ও প্রক্রিয়া অনুযায়ীই হতে হবে। তবেই তা ইবাদত হিসেবে গণ্য হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:) তার দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতার আলোকে এই দিক নির্দেশনাই দিয়ে গেছেন। প্রচলিত রাজনীতি নয় জিহাদই কাম্য, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ঐক্য আন্দোলন বর্তমান সময়ে দেশ ও জাতির সামনে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। এই পথচলায় ইসলামী ঐক্য আন্দোলন অবিচল ও অটল রয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকেই। ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই আমাদের পথ চলায় বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না এবং সফল হবে না।

উক্ত তারবিয়াতী প্রোগ্রামে উপস্থিত ছিলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রেজাউল করিম বিপ্লবীসহ জেলা শাখার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *