টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে আজ। বিশ্বকাপে সুপার এইটের স্বপ্ন আরও রঙিন করতে লড়াই করবে লাল-সবুজের দল। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন উজ্জল হবে টাইগারদের। নিজেদের সর্বোচ্চ দিয়ে হলেও এই ম্যাচে জয় চায় বাংলাদেশ। এদিকে, টিকে থাকতে ডাচদের জয়ের বিকল্প নেই।
ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়।
সবচেয়ে বাজে অবস্থায় থেকেও দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু হয় বাংলাদেশের। লঙ্কানদের হারানো পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। দুই ম্যাচে ১ জয়ে গ্রুপে দ্বিতীয়স্থানে আছে বাংলাদেশ।
প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল অংশ নেবে সুপার এইটে। টানা তিন জয়ে এরই মধ্যে সেটা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। সেই সাথে পর পর দুই ম্যাচ হেরে এবং একটি পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বাংলাদেশের সমান ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে নেদারল্যান্ডস। চারে আছে নেপাল। তাই বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে জয়ী দলের সুপার এইট নিশ্চিত হবে অনেকটাই।