সোমবার, আগস্ট ১৮

নেত্রকোণায় এনসিপি’র কেন্দ্রীয় সদস্য ফাহিম পাঠানের ফুটবল উপহার

|| নিজস্ব প্রতিবেদক | নিজস্ব প্রতিনিধি (নেত্রকোণা) ||

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গতিশীলতা বৃদ্ধি ও যুবসমাজকে খেলাধুলায় মননিবেশ করতে খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী ফাহিম রহমান খান পাঠান। এ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে উপজেলা নাগরিক পার্টির সদস্য আজহারুলকে একটি ফুটবল উপহার দেয়া হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জন্য এই ফুটবল উপহার দেন এনসিপি নেতা ফাহিম পাঠান। এ সময় উপস্হিত ছিলেন ইমন কায়েস শুভ, নাফিউ পাঠান, আব্দুল্লাহ আমিনী, মাহবুব রাসেল সৈয়দা সাদিয়া, রাফায়েল সৌরভ, কুতুবউদ্দিন, আজাহারুল ইসলাম, নিশাত শিবলি, অমৃত ও কামরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *