|| মু. হাসান জামান | নিলফামারী থেকে ||
নীলফামারী জেলা ইজতেমা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর), যা তিন দিনব্যাপী চলবে। একদিন পূর্বেই ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে থাকেন এই জেলা ইজতেমায়। কানায় কানার ভরে যায় ময়দান। দিল্লীর নিজামুদ্দীন আলমী মারকাজ এর অনুসারী তাবলীগের মূলধারার আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত এই ইজতেমা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান।
প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় যোগ দিতে আসছেন। ইজতেমার মূল উদ্দেশ্য হলো দ্বীনের শিক্ষা করা এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য স্থাপন করা।
ইজতেমার বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা, নসিহত এবং সঠিক পথে পরিচালিত হওয়ার আহ্বান। আয়োজকরা আশা করছেন, এবারের ইজতেমা আগের চেয়ে আরও সফল হবে এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।