মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪

নিহত জাহিদ ও নিলয়ের বাবার সাথে পাবনা জেলা জিয়া পরিষদের সাক্ষাৎ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একদফা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত ৪ আগস্ট’২৪ পাবনায় আওয়ামী সন্ত্রাসীর গুলিতে নিহত হয় জাহিদ ও নিলয়। সম্প্রতি এই দুই নিহতের বাবার সাথে সাক্ষাৎ করেছেন জিয়া পরিষদের পাবনা জেলার নেতৃবৃন্দ। এসময় তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পাবনা জেলার জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ডঃ মোঃ জাকির হুসাইন বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত জাহিদ ও নিলয়ের পরিবারকে শান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা এই হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

পরিষদ সভাপতি প্রফেসর জাকির নিহতের পরিবারের সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। পরে আলোচনাপূর্বক নিহতদ্বয়ের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *