
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ মুন্নু গার্মেন্টসের মালিক ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক আফরোজা খান রিতা ১১২ কোটি টাকা ঋণখেলাপির দায়ে তার প্রতিষ্ঠানের মর্গেজ দেওয়া জায়গা নিলামে তুলেছেন মার্কেনটেইল ব্যাংক পিএলসি।
ব্যাংক সূত্রে জানা যায়, মানিকগঞ্জ মুন্নু গার্মেন্টসের নামে মার্কেনটেইল ব্যাংক থেকে ১১২ কোটি টাকা ঋণ নিয়েছিলো। কিন্তু শর্ত অনুযায়ী ঠিক মত কোনো টাকা শোধ করতে পারছে না। ঋণ পরিশোধ না হওয়ায় ব্যাংকে মর্গেজ দেওয়া ওই প্রতিষ্ঠানের সকল জায়গা ব্যাংক থেকে নিলামে তুলেছেন। এ বিষয়ে কোম্পানি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা দ্রুত পরিশোধ করার চেষ্টায় আছি।