শুক্রবার, অক্টোবর ১০

নির্বাচনকে বিলম্বিত করতে চাওয়া প্রকারন্তরে হাসিনার ফ্যাঁসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা : জয়ন্ত কুন্ডু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা জেলা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, পিআর পদ্ধতির কথা বলে যারা জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে চায় তারা আসলে শেখ হাসিনার ফ্যাঁসিবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে। তিনি বলেন, ধর্ম ব্যবসায়ী একটি গোষ্ঠি নতুন করে হিন্দু সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য ফাঁদ পেতেছে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা এখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা পৌরসভা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে হবে এক অসম্প্রদায়িক সার্বজনীন রাষ্ট্র। আর আওয়ামী স্বৈরশাসনের পতনের পর দ্রুত নির্বাচন না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র আহবায়ক আসলাম পারভেজ। উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান ও এনামুল হক সজল। বক্তব্য দেন জেলা বিএনপি সদস্য মল্লিক আব্দুস সালাম ও সুলতান মাহমুদসহ উপজেলা বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ ও এসএম ইমদাদুল হক প্রমুখ। সঞ্চালনা করেন সেলিম রেজা লাকী ও কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটে ভোটগ্রহণ হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণে পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির মোট ৫৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে আসলাম পারভেজ (ছাতা প্রতীক), সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ সেলিম নেওয়াজ (হাতি প্রতীক) এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ রহুল কুদ্দুস (মই প্রতীক) ও মনিরুল ইসলাম মন্টু (কলস প্রতীক) নির্বাচিত হন।

এ নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ আইনজীবী আব্দুস সবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *