বুধবার, ফেব্রুয়ারি ৫

নিরুত্তর সমুদ্র_কবিতা

হে সমুদ্র তোমাকে সুধাই আমি
পলকে পলকে ধেয়ে চলো কেন?
কেন মিশে যাও কুলহীন সীমানায়,
নিরুত্তর সমুদ্র ——–।

হে সমুদ্র তুমি কি নির্ঘুম নাকি সদাজাগ্রত?
তুমি শান্ত না দুরন্ত?
কেন বয়ে যাও, কেনই বা তোমার ক্ষিপ্রগতি?
তোমার লোনাজলে ডু্বাও যে কতো জন
তুমি কি নিষ্প্রাণ, আছে কি মায়াময় মন?
কেন নিষ্ঠুরতার চাবুকে আঘাত করো সবে?
নিরুত্তর সমুদ্র ———-।

হে সমুদ্র তুমি জলোচ্ছ্বাস, সুনামি,
তোমার উদরেই এ দূর্যোগের সৃজন
সুরৎটা তোমার দৃষ্টিনন্দন পেয়ালা
কিন্তু কেন তোমার চরণে পাগলামি আর তান্ডব?
নিরুত্তর সমুদ্র ———-।

হে সমুদ্র, তোমার বক্ষের দৈর্ঘ্য প্রস্থ কতো?
তোমার আপাদমস্তকে শুধুই কি নিষ্ঠুরতা?
ভাঙ্গো তোমার নীরবতা,
নিরুত্তর সমুদ্র ———-।

হে সমুদ্র, তুমি কি আকাশ গ্রাস করো?
তোমার বক্ষদেশে কি ডুবে যায় রবি?
তোমার ছবি কখনো মলিন,
কখনো আবার রৌদ্র ঝিলিমিলি জলকনা
নিরুত্তর সমুদ্র ————।

হে সমুদ্র, তুমি কি শো শো শব্দের উর্মিমালা
তোমার উঠানে কি ছোট্ট চড়ুই পাখির নাহি বিচরণ,
তোমার বক্ষে কি জন্মায় না
গোলাপ, রজনীগন্ধা আর হাসনাহেনা ফুল?
নিরুত্তর সমুদ্রের মাথা উচিয়ে এলো এবার প্রতুত্তর।

আমি নিরুত্তর নই,
আমার সম প্রেম প্রীতি কই?
আমার গর্জন আর নিষ্ঠুরতাই দেখে সবে
আমি নিখাদ ভালোবাসা পাইনি যে ভবে।
সুবিশাল সমুদ্র আমি,
তবুও প্রীতি প্রণয়ের অভাব মোর বক্ষে,
সুগভীর মন যে আমার, ছুয়েঁ দেখো মোরে
স্নেহের পরশে ——
আমি মোটেও নিরুত্তর নই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *