রবিবার, জানুয়ারি ২৫

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি কূটনীতিকদের পূর্ণ আস্থা রয়েছে: সিইসি

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) গৃহীত পদক্ষেপ ও সার্বিক প্রস্তুতিতে বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন যেসব প্রস্তুতি গ্রহণ করেছে, তার বিস্তারিত প্রক্রিয়া কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে। কমিশনের স্বচ্ছ কর্মপরিকল্পনা দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন। কূটনীতিকরা আশ্বস্ত করেছেন যে, একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই কমিশনের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।

বৈঠকের আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সিইসি জানান, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কূটনীতিকরা জানতে চেয়েছিলেন। তাদের জানানো হয়েছে যে, ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন থাকবে। ইসি অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করছে এবং এখানে লুকোচুরির কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আমাদের মূল লক্ষ্য একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। আমাদের কর্মপরিকল্পনা কূটনীতিকরা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আগামীতে তারা আমাদের সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে সকাল ১০টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিদেশি প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *