
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
সকাল থেকে নিখোঁজ থাকা নিপুন দেওয়ান(২৮) নামে এক যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা বাবুরা পাড়া থেকে তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। নিপুন দেওয়ান খাগড়াছড়ি সদরের তেতুলতলার তরুণ আলো দেওয়ানের ছেলে।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে লোগাং বিজিবি ক্যাম্পে নিখোঁজ নিপন দেওয়ানের আত্বীয়- স্বজন সহযোগীতা চাইলে ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম-এর দিক নির্দেশনায় সুবেদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল বাবুড়া পাড়ার মাঠ এলাকা হতে তাকে উদ্ধার করে।
ক্যাম্প কমান্ডার মোখলেছুর রহমান জানান, লোগাং সীমান্ত ক্যাম্পে সহযোগিতা চাইলে জোন হেড কোয়ার্টারে জানানো হয়। জোন অধিনায়ক মহোদয়ের দিক নির্দেশনায় বিশেষ টহল সীমান্ত এলাকায় কড়া নজরদারীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে। লোগাং বিজিবি ক্যাম্পে রাত ১১টায় যুবকের মা যতিকা চাকমা ও চাচা প্রনবর চাকমা’র কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উদ্ধার যুবকের মা যতিকা চাকমা বিজিবি’কে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার ছেলে সকালে ঘুরতে বের হয়ে আর বাসায় না ফিরলে আমরা তাকে বিভিন্ন জায়গায় খুজতে থাকি। এমনিতে সে মাঝে মধ্যে ব্রেন সমস্যা হয়। এদিক সেদিক চলে যায় গত বছরও সে মানিকছড়ি চলে গিয়েছিলো। পরবর্তী তার সাথে আসা নয়ন চাকমার মাধ্যমে জানতে পারি তারা পানছড়ি এসে তাকে ফেলে আমার ছেলে সিমান্ত চলে গেছে। এমন খবরে আমি নিরুপায় হয়ে বিজিবির সহযোগিতা চাই। তাদের আন্তরিক সহযোগিতা ও ত্যাগে আমি আমার ছেলেকে পেয়েছি।
