বুধবার, নভেম্বর ২৬

নারী নেতৃত্ব সংকটের আশঙ্কায় ব্রাকসু নির্বাচন

প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষা, অনশন, আন্দোলনে প্রাপ্ত এই নির্বাচনী নীতিমালায় উচ্ছ্বসিত সম্ভাব্য প্রার্থী ও ভোটারগণ।

ইতোমধ্যেই সোসাল মিডিয়ায় নিজস্ব প্রোফাইলে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ প্রচারণায় মূখর রয়েছেন। ব্রাকসু নিয়ে ব্যাপক আগ্রহ ও চাঞ্চল্য দেখা যাচ্ছে সাধারণ ভোটারদের মাঝেও। এতকিছুর ভীড়েও প্রশ্ন উঠছে নারী নেতৃত্বের অপ্রতুলতা নিয়ে।

গেলো ২৮ অক্টোবর ২০২৫ তারিখে প্রণীত “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫” এর “কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ” এর লক্ষ্য ও উদ্দেশ্যে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখার কথা। নীতিমালা প্রণয়নের পর থেকে সম্ভাব্য পুরুষ নেতৃত্বের আভাস পাওয়া গেলেও নারী প্রার্থীদের আনাগোনা তুলনামূলক কিছুটা কম।

ফলে ধারণা করা হচ্ছে, আসন্ন ব্রাকসু নির্বাচনে আশঙ্কাজনক থাকতে পারে নারী নেতৃত্ব।

নারীদের মতামতকে প্রাধান্য না দেওয়া, অনলাইন কিংবা অফলাইনে বিভিন্নভাবে নারী প্রার্থীদের যৌন কিংবা মানসিক হয়রানির ভয়, মানহানিকর পোস্ট, ছবি কিংবা ভিডিও উপস্থাপনের ভীতি, পারিবারিক বিধিনিষেধ এবং নারী শিক্ষার্থীদের নেতৃত্বদানের অনীহা এর সম্ভাব্য কারণ হিসেবে দেখা যেতে পারে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ ধীরে ধীরে নারীদের জন্য অনিরাপদ হয়ে পরছে, যা নারী নেতৃত্ব সংকটের অন্যতম কারণ হিসেবে পরিলক্ষিত হতে পারে।

এমনটা চলতে থাকলে অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নারী শিক্ষার্থীদের জন্য আরও অনুপযোগী হয়ে পরারও সম্ভাবনা রয়েছে, যেখানে হয়তো তাদের প্রয়োজন এবং দাবিগুলো উত্থাপনের জন্য প্রতিনিধিত্বের সংকট দেখা দেওয়ারও সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *