শুক্রবার, মার্চ ১৪

নাগেশ্বরী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও “রমাদানুল মোবারকের গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ মার্চ) নাগেশ্বরী কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব আনোয়ারুল ইসলাম, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৫ কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব তুলে ধরেন। রোজা মানুষের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করতে হবে।

একই সঙ্গে আগত জাতীয় নির্বাচন প্রসঙ্গে বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, এবারের নির্বাচন হবে প্রতিযোগিতামূলক ও নিরপেক্ষ। জনগণের মন জয় করতে মাঠে থেকে কাজ করার নির্দেশ দেন এবং নিজ দলের প্রার্থীর পক্ষে জনসমর্থন আদায়ের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *