শুক্রবার, ডিসেম্বর ৫

নাগেশ্বরী উপজেলায় ৩ দফা দাবিতে শিক্ষকদের কর্মসূচী পালিত

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ উচ্চতর গ্রেডের জটিলতা নিরসনসহ শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে নাগেশ্বরী উপজেলার সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নেতা আতাউর রহমান খোকা, এমদাদুল হক, মতিয়ার রহমান, পান্না, শাহআলম, নুসরাত জাহান, ফরিদা পারভিন মুক্তা, মোস্তফাসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।

সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল কর্মসূচী চালু থাকবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *