
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
শাহ আলমকে সভাপতি জাহিদুলকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ঠ নাগেশ্বরী অটোরিকশা কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নাগেশ্বরী উপজেলা মুক্ত মঞ্চে মত বিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা ও বিশেষ হিসেবে ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, যুগ্গ আহ্বায়ক
আঃ মোমেন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আপনারা যারা অটোরিকশা চালান তাদের কোনো ট্রেনিং বা লাইসেন্স নেই তাই আপনারা সাবধানে অটো রিকশা চালাবেন রাস্তায় হুট করে অটোরিকশা ঘুরিয়ে দিবেন না, এটা আপনারা প্রায় করে থাকেন।