
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবি বাস্তবায়ন, শিক্ষকদের উপর বর্বরোচিত পুলিশি হামলা ও হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরির শিক্ষকবৃন্দ। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১১টায় নাগেশ্বরী উপজেলা মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ও নাগেশ্বরী আইডয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, ডিএম একাডেমির প্রধান শিক্ষক কেএম আনিসুর রহমান, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, বুড়ীরহাট দাখিল মাদ্রাসার সুপার,সোহরাব হোসেন, ডাক্তার ও ড্যাব নেতা ইউনুস আলীসহ প্রমুখ।