
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বপ্নসারথি দলের ১৮ বছর পার করা কিশোরদের সম্মাননা দেওয়া হয়েছে।
পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও—এই শ্লোগানকে ধারণ করে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় নাগেশ্বরী ব্র্যাক এলাকা অফিসে ১৮ বছর পার করা ১৪ জন কিশোরকে নিয়ে এক গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বিডিইউ মোঃ মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন কর্মসূচির নাগেশ্বরী উপজেলার অফিরাস উম্মে সালেহ্ নুরুন্নাহার পারভীন।
জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস জানান, ২৭টি জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশনের অংশগ্রহণকারী ১৪ জন কিশোরী প্রাপ্ত বয়স্কতায় পৌঁছালে তাদের ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েট’ হিসেবে সনদ ও সম্মাননা দেওয়া হয়। এ বছর নাগেশ্বরী উপজেলায় আঠারোতে পদার্পণ করেছে ১৪ জন কিশোরী। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোরীরা নিজ নিজ স্বপ্ন ও লক্ষ্য ব্যক্ত করলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম কিশোরদের উদ্দেশ্য বলেন, বাল্য বিবাহ রোধ করে তোমরা আঠারো পার করেছো এটা সত্যি প্রশংসনীয়। ব্র্যাকের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে তিনি আরো বলেন, এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে । কিশোরীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তোমরা সচেতন থাকলে নাগেশ্বরী উপজেলা বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা সম্ভব হবে এবং তোমরা তোমাদের কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে পারবে। অনুষ্ঠানে ২ জন কিশোরী ও ১ জন অভিভাবক তাদের অনুভূতি ব্যাক্ত করেন।