বৃহস্পতিবার, অক্টোবর ৯

নাগেশ্বরীতে সলিডারিটির ওয়াই মূভস প্রজেক্টের র‍্যালি ও ফুটবল খেলা অনুষ্ঠিত‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সলিডারিটির বাস্তবায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায়, সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি- সিডার অর্থায়নে ওয়াই মূভস প্রজেক্টের র‍্যালি, আলোচনা সভা ও এনসিটিএফ মেয়ে দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নাগেশ্বরী মহিলা কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন সলিডারিটির নির্বাহী পরিচালক এস.এম. হারুন অর রশীদ লাল, নজরুল গবেষক সুব্রত ভট্রাচার্জ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন, সলিডারিটির সহ সভাপতি স্বপন কুমার ভুকত, মনিটরিং ম্যানেজার কমলা রানী, পিসি ইয়াসিন মিয়া, এনসিটি এফের যুগ্ন সম্পাদক হ্যাপি খাতুন, পিএম আমিনুল ইসলাম, টিডিএইচ প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *