রবিবার, অক্টোবর ১২

নাগেশ্বরীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় শ্রী জীবন কুমার চৌধুরী (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার ভবানন্দের কুটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জীবন কুমার চৌধুরী কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মৃত জীতেন চন্দ্র চৌধুরীর ছেলে।

নাগেশ্বরী থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় এফআইআর নং-১৯, জিআর নং-১৩৫, তারিখ-২০ জুলাই ২০২৫ অনুযায়ী সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *