
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) নাগেশ্বরী উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দল্লা হিল জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, বির মুক্তিযোদ্ধা নুর ইসলাম, পৌর জামাতের আমির মকবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
