বৃহস্পতিবার, অক্টোবর ৯

নাগেশ্বরীতে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে হাফেজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (০৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার নুনখাওয়া ইউনিয়নে কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

‎স্থানীয়রা জানায়, বাবলু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজও ফজরের নামাজ শেষে সে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। আকাশ প্রচণ্ড মেঘাছন্ন ও আকাশে বিজলী চমকাচ্ছিল, বাবলু মাদ্রাসার কাছে পৌঁছার মুহূর্তে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎নিহত বাবলু কালিকাপুর গ্রামের নুর হোসেনের ছেলে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

‎এ বিষয়ে নুনখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

‎নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “বাবলু নামে এক মাদ্রাসা ছাত্রের বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানান।

‎বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করাই শ্রেয়। এই মৌসুমে এ অঞ্চলে প্রায়ই এমন ঘটনার খবর পাওয়া যায়। বজ্রপাত থেকে রেহাই পেতে সচেতনতা ও নিরাপদ আশ্রয় নেওয়াই একমাত্র উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *