
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি দারুল উলুম দাখিল মাদরাসার সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, গাছ কর্তন ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রবিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাদরাসা সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগ দাবি করেন।
ভুক্তভোগী আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, সুপার শফিকুল ইসলাম আমাকে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে সাবেক ম্যানেজিং কমিটির উপস্থিতিতে ১৫লাখ টাকা টাকা হাতিয়ে নিয়েছেন। আমি সুপারের বিচার দাবি করছি।
মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার নুর মোহাম্মদ শেখ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাবেক মেম্বার মন্টু ব্যাপারী বলেন, সুপার শফিকুল ইসলাম প্রতিষ্ঠানে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে আব্দুল আউয়াল কাছে ১৫লাখ টাকা এবং মাহাতাব মন্ডলের স্ত্রীকে আয়া পদে চাকরি দেয়ার নামে ৮লাক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। মাদ্রাসায় অনুপস্থিতি ও অনিয়মের কারনে এলাকার ছেলে মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছেন। চলতি দাখির ফরমপূরণেও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেন। তারা দুর্নীতিবাজ সুপারের পদত্যাগ দাবি করেন।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ হুশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত এই দুর্নীতিবাজ সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তারা এই বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
