
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন থেকে বাদ দেওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে স্বারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিশুবিতান নাগেশ্বরীর অধ্যক্ষ জহুরুল হক মিঠুর নেতৃত্বে ২৯ জুলাই নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা গেটের সামনে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের হাতে স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় পুনরায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবি করেন বক্তারা। বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন ঐক্য
পরিষদের উপদেষ্ঠা আমজাদ হোসেন, নিউপ্রতিশ্রুতী স্কুলের শিক্ষক ওবাইদুল হক, ডা. আব্দুস সামাদ শিশুবিতানের শিক্ষক রেজাউল করিমসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।