বৃহস্পতিবার, অক্টোবর ৯

নাগেশ্বরীতে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টা থেকে উপজেলার কচাকাটা ইউনিয়নের তরীরহাট ও নায়েকেরহাট বাজারে এ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম রসুল রাজা। এ সময় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষকে মুক্ত করার সংগ্রামে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি যুগোপযোগী দিকনির্দেশনা। জনগণের হাতে হাতে এ দফা তুলে দিতে হবে, যাতে সবাই এ আন্দোলনের অংশ হয়ে উঠতে পারে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন আপেল, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপি’র সদস্য মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য মাহফুজার রহমান আপেল, মো: জাহিদুল ইসলাম খান ও মো: ইব্রাহিম আলী।

বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের দমন-নিপীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা মাঠে আছেন। তারেক রহমানের ৩১ দফা আন্দোলনের রূপরেখা হিসেবে কাজ করবে। জনগণের স্বার্থ রক্ষায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

কর্মসূচিতে কচাকাটা, কেদার, বল্লভের খাস ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *